You dont have javascript enabled! Please enable it!

দীর্ঘ পঞ্চাশ দিন পর বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন

জাতির জনক শেখ মুজিবুর রহমান বলেছেন, আমি জনগণের সাথে আছি, জনগণের পাশে থাকব আর জনগণের মধ্যে থেকেই মরতে চাই। দীর্ঘ পঞ্চাশ দিন বিদেশে অবস্থানের পর স্বদেশে প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে ধানন্ডির ৩২ নম্বরের সেই বাসভবনে বঙ্গবন্ধু সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন। এসময় প্রিয় নেতার পাশে মন্ত্রীপরিষদের সদস্যগণ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবও উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু বলেন, অসুস্থ অবস্থায় দেশ থেকে চলে যাই। তখন আমার অবস্থা খুবই মারাত্মক ছিল। আর কয়েকদিন দেরি হলে বাচতাম না। পিত্তকোষে আমার পচন ধরে গিয়েছিল। একমাত্র জনগণের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় দেশে ফিরে এসেছি। এ জন্যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সাদা পাজামা পাঞ্জাবী পরিহিত বঙ্গবন্ধু এ সময়ে সাংবাদিকদের বলেন, জনগণের কাছে আমার মোবারকবাদ পৌছে দেবেন। অবশ্য মোবারকবাদ দিয়ে আমি জনগণকে খাটো করতে চাই না। তিনি জনগণের কল্যাণ সাধন ও দেশ গঠনে এগিয়ে আসার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিদেশে অবস্থানকালে আন্তরিক আতিথিয়তা দানের জন্যে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বৃটিশ, সুইজারল্যান্ড ও ভারতের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমার ও চিকিৎসার জন্যে তারা যথেষ্ট করেছেন। বৃটিশ ও সুইজারল্যান্ডের সরকার আমাকে আরো কিছুদিন দেশে বিশ্রাম করতে অনুরোধ জানিয়েছেন। বঙ্গবন্ধু বলেন, কিন্তু এ সময়ে দেশে ফিরে না আসা অন্যায় হবে। তাই দুঃখী দেশবাসীর মাঝে ফিরে এসেছি। সহকর্মীদের মাধ্যমে দেশ ও জনগণের অবস্থা জানতে পেরেছি। আমি জানি দেশ আজ সমস্যায় জর্জরিত। এ সমস্যার শেষ নেই। পাকিস্তানি বর্বরদের আঘাতে বিধ্বস্ত বাংলাদেশের অবস্থা সকলেরই জানা আছে। তৌফিক দিলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যে ধ্বংস সাধন হয়েছে দুনিয়ার ইতিহাসে তা দেখা যায় না। এই অবস্থার সুযোগে জনগণকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। রেলগাড়ি ধ্বংস হয়েছে। জাহাজ ডুবে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায়ও সহকর্মীরা যথেষ্ট করেছেন। সহকর্মীদের সহযোগিতায় লক্ষ্যস্থলে পৌঁছাতে চাই।৫২

রেফারেন্স: ১৪ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!