ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃহস্পতিবার বলেন, আমাদের জন্য ভারত সরকার যে সাহায্য দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ না করলে ভারতের প্রতি অন্যায় করা হবে। বিকেলে ধানমন্ডির নিজ বাসভবনে বঙ্গবন্ধু অপেক্ষমান সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই উদ্দেশ্যমূলকভাবে এখন অনেক কিছুই বলতে পারেন। কিন্তু ভারত কেবল মুক্তিযুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়ায়নি, স্বাধীনতার পর এ পর্যন্ত আড়াই কোটি মণ খাদ্যশস্য সাহায্য করেছে। একথা স্মরণ রাখা উচিত। যেসব বন্ধুরাষ্ট্র বাংলাদেশের সাহায্যে এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মানবতার খাতিরে রাজনীতির উর্ধ্বে থেকে বাংলাদেশের দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বন্ধুরাষ্ট্র সমূহের প্রতি আহ্বান জানিয়েছেন।৫৪
রেফারেন্স: ১৪ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ