You dont have javascript enabled! Please enable it! 1972.09.13 | প্রাণঢালা সম্বর্ধনায় দেশবাসী প্রিয় নেতাকে বরণ করবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

প্রাণঢালা সম্বর্ধনায় দেশবাসী প্রিয় নেতাকে বরণ করবে

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাল বৃহস্পতিবার বিকেলে স্বদেশ প্রত্যাবর্তন করবে। প্রায় ১ মাস ৩ সপ্তাহ পর বঙ্গবন্ধু জেনেভা থেকে ঢাকা আসছেন। উদ্বিগ্ন দেশবাসী প্রিয় নেতার আগমনীবার্তায় স্বস্তির নিশ্বাস ফেলছে। পিত্তপাথরী অস্ত্রপচারের জন্য গত ২৬ জুলাই প্রধানমন্ত্রী লন্ডন গমন করেন। অস্ত্রপচারের পর দিনই সুইজারল্যান্ডে বিশ্রাম নেন। অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম সুশৃঙ্খলভাবে বঙ্গবন্ধুকে সাদর অভ্যর্থনা জ্ঞাপনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। পথের দু’পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানাতে তিনি নাগরিকদের অনুরোধ করেন। একটি ভারতীয় বিশেষ বিমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাল বিকেল ৪টা ১০ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পদার্পণ করবেন। এই সময়ে বিমানবন্দরের অভ্যন্তরে সাধারণ নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। কেবলমাত্র মন্ত্রীপরিষদের সদস্য, কূটনৈতিক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অনুমোদিত ব্যক্তিগণ সেখানে উপস্থিত থাকবেন। প্রিয় নেতার দুর্বল শরীরের কথা চিন্তা করেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে এক সংক্ষিপ্ত অথচ প্রাণঢালা সম্বর্ধনা দেয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান ও ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা এক যুক্ত বিবৃতিতে সুশৃঙ্খলভাবে প্রাণঢালা অভ্যর্থনা জানানোর জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। অনুরূপ আবেদন জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক। বাংলাদেশ আওয়ামী মহিলা শাখার সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী অপর এক বিবৃতিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সাদর সম্বর্ধনা। জানানোর জন্য দলীয় মহিলা কর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানান। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব এম এ রশিদ এক যুক্ত বিবৃতিতে জাতির জনককে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য ছাত্রলীগ কর্মীদের বেলা দু’টায় বিমানবন্দরে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন। কাল বঙ্গবন্ধু, সাথে বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও প্রত্যাবর্তন করবেন। এদিকে বঙ্গবন্ধুকে স্বাগত সম্বর্ধনা জানানোর জন্য বাংলাদেশ বিড়ি শ্রমিক পিরষদের সবুজবাহিনী চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। এ উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান জনসভায় ভাষণ দেবেন। বাংলাদেশ জাতীয় হকার্স লীগও প্রিয় নেতাকে সম্বর্ধনা দানে প্রস্তুতি নিয়েছে। টেলিভিশনের ধারাচিত্র : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা টেলিভিশন কেন্দ্র কাল। বেলা সাড়ে ৩টা থেকে তেজগাঁও বিমানবন্দরে ধারা চিত্র প্রচার করবে।৪৭

রেফারেন্স: ১৩ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ