You dont have javascript enabled! Please enable it!

জনগণ চীনা চক্রান্ত ব্যর্থ করে দেবে

রাজশাহী। সাহায্য পুনর্বাসনমন্ত্রী জনাব এ এইচ এম কামারুজ্জামান বলেন যে, বাংলাদেশের সাহসী জনগণ আমাদের স্বাধীনতা নস্যাতের চীনা চক্রান্ত ব্যর্থ করে দেবে। জাতিসংঘে বাংলাদেশের অন্ত ভুক্তির বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে চীনা ভেটো প্রতিবাদে রোববার বিকেলে এখানে এক বিরাট জনসভায় ভাষণদানকালে মন্ত্রী বলেন যে, ৩০ লাখ লোকের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের সাড়ে ৭ কোটি লোক ঐক্যবদ্ধ থাকবেন। তিনি অবশ্য জনগণকে সতর্ক করে দেন যে মাওবাদী চীন অথবা আমেরিকার অন্ধ অনুসারী একটি বিশেষ রাজনৈতিক দল স্বাধীনতা বিপন্ন করতে পারে। তিনি বলেন, কয়েকটি বিদেশি শক্তি একটি বিশেষ রাজনৈতিক দলের সাহয্যে বাংলাদেশে তাদের আদর্শ প্রচারের নামে ষড়যন্ত্র পাকাচ্ছে। জনাব কামারুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্র ইন্দোচীনে যুদ্ধ করছে এবং একই অজুহাতে চীন জাতিসংঘে বাংলাদেশ প্রশ্নে ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত রয়েছে। কতিপয় অতি প্রগতিশীল শক্তি বাংলাদেশের সাথে ভারত ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্কে তিক্ততা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রী অভিযোগ করেন। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলকে তাদের দেশপ্রেম বাংলাদেশের জন্য প্রদর্শনের পরামর্শ দেন। তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এবং তাদের উচ্ছেদ করার আহ্বান জানান। তিনি বলেন, বাঙালিরা তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আক্রমণ প্রতিহত করবে। গণপরিষদ সদস্য ড. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপরোক্ত জনসভায় আওয়ামী লীগ জাতীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক যথাক্রমে সর্দার আমজাদ হোসেন এমসিএ ও জনাব মোহাম্মদ মহসীন বক্তৃতা করেন। পূর্বাহ্নে মন্ত্রী রাণীনগরে নবপ্রতিষ্ঠিত মহিলা পুনর্বাসন কেন্দ্রে সেলাই মেশিন বিতরণ করেন। একই দিন তিনি চাপাইনবাবগঞ্জ মহকুমা আওয়ামী লীগের এক সম্মেলনে ভাষণ দেন।৪৬

রেফারেন্স: ১২ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!