You dont have javascript enabled! Please enable it! 1972.09.11 | সারাদেশে সর্বদলীয় খাদ্য কমিটি গঠিত হবে- শ্রী ফণীভূষণ মজুমদার | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

সারাদেশে সর্বদলীয় খাদ্য কমিটি গঠিত হবে

খাদ্যমন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার গতকাল রোববার ঢাকায় বলেন, খাদ্য সমস্যা সমাধানের জন্য শীঘ্রই দেশের সর্বত্র ‘সর্বদলীয় খাদ্য কমিটি গঠন করা হবে। তিনি বলেন, খাদ্য সমস্যার সমাধান করার জন্য সরকার বদ্ধপরিকর। এজন্য সরকার বিদেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানি করছে। তিনি গতকাল রোববার বাংলাদেশ ছাত্রলীগ (সিদ্দিকী-মাখন) জগন্নাথ হল শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রী চন্দন চৌধুরী। শ্রী মজুমদার বলেন, চলতি বছর যে ৩০ লক্ষ টন খাদ্যশস্যে ঘাটতি দেখা দিবে তা পূরণের জন্য মোট ২৭ লক্ষ টন খাদ্যশস্য সরবরাহের আশ্বাস পাওয়া গেছে। তিনি বলেন, সরকার বিদেশ থেকে এ পর্যন্ত মোট ১৭ লক্ষ টন খাদ্যশস্য গ্রহণ করেছেন। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বিদেশি সরকারগুলো থেকে আরো ১০ লক্ষ টন খাদ্যশস্য পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী মজুমদার বলেন, খাদ্য সমস্যা সমাধান করার জন্য বিদেশ থেকে জরুরি ভিত্তিতে আরো খাদ্যশস্য আমদানি করা হবে। তিনি বলেন, বর্তমান খাদ্য সমস্যার জন্য দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে দায়ী। তিনি দেশ গড়ার সংগ্রামে সরকারের সাথে সহযোগিতা করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান। সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রলীগের প্রাক্তণ সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক জনাব এম এ রশিদও বক্তৃতা করেন।
নূরে আলম সিদ্দিকী : জনাব নূরে আলম সিদ্দিকী বলেন, যে দেশের অভ্যন্তরে বর্তমানে সাম্প্রদায়িক রাজনীতি জন্ম দেয়ার চেষ্টা চলছে। তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।৪১

রেফারেন্স: ১১ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ