১৪ সেপ্টেম্বর মুজিব-ইন্দিরা শীর্ষ বৈঠক
জেনেভা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর মধ্যে আগামি ১৪ সেপ্টেম্বর যে শীর্ষ বৈঠক বসবে তাতে সাধারণভাবে বিশ্ব পরিস্থিতি এবং বিশেষ করে ভারত উপমহাদেশে পরিস্থিতি নিয়ে পর্যলোচনা করা হবে। বাংলাদেশে প্রত্যাবর্তনকালে বঙ্গবন্ধু ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্বল্পকাল অবস্থানকালেই দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক পর্যবেক্ষক মহল উপমহাদেশের এই দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বাংলাদেশের বিরুদ্ধে চীনের ভেটো এবং পাকিস্তানের ভণ্ডামীকে পটভূমিকায় রেখে শ্রীমতি ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু উপমহাদেশের পরিস্থিতির বিশদ আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। এবং স্বদেশ প্রত্যাবর্তনে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় ঢাকা পৌছবেন : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেনেভা থেকে আগামি ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকা এসে পৌছবেন। শনিবার সন্ধ্যায় অস্থায়ী প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধুর এক টেলিফোন আলাপে একথা জানা যায়। বঙ্গবন্ধু টেলিফোনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান এবং জনাব আব্দুর রাজ্জাক এমসিএ সাথে আলাপ করেন।
ফজলুল হক সম্পর্কে উৎকণ্ঠা : বঙ্গবন্ধু টেলিফোনে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর উপপ্রধান জনাব ফজলুল হকের বর্তমান অবস্থা জানতে চান। এখানে উল্লেখ করা যেতে পারে যে জনাব ফজলুল হক দুস্কৃতিকারী কর্তৃক দু’দুবার গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন।৩২
রেফারেন্স: ৯ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ