বঙ্গবন্ধু ফেরার পরপরই গণপরিষদ ডাকা হবে
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডাঃ কামাল হোসেন বলেছেন যে বঙ্গবন্ধু জেনেভা থেকে ফিরে আসার পর যথাশীঘ্র গণপরিষদের অধিবেশন ডাকা হবে। শুক্রবার বাসস’র খবরে বলা হয়, বঙ্গবন্ধু ১৪ সেপ্টেম্বর দেশে পৌছবেন বলে আশা করা যাচ্ছে। বাসস’র সাথে আলোচনাকালে আইনমন্ত্রী বলেন যে, আজ শনিবার থেকে খসড়া শাসনতন্ত্র কমিটির বৈঠক পুনরায় শুরু হবে। খসড়া শাসনতন্ত্র বিলটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির বৈঠক এক টানাভাবে চলবে। ড. কামাল হোসেন বলেন যে আন্তর্জাতিক জুরিষ্টরা মানবতার খাতিরে বাংলাদেশে যুদ্ধবন্দিদের বিচার অনুষ্ঠানে যথার্থতা বুঝতে পেরেছেন।৩০
রেফারেন্স: ৮ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ