You dont have javascript enabled! Please enable it! 1972.09.06 | সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় খুলনায় সংক্রামক ব্যাধির হাসপাতাল স্থাপিত হবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় খুলনায় সংক্রামক ব্যাধির হাসপাতাল স্থাপিত হবে

রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে একটি সংক্রামক ব্যাধির হাসপাতাল স্থাপন করা হবে। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব আবদুল মালেক উকিল গত মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেন। বিপিআইর খবরে বলা হয় যে, প্রস্তাবিত এই হাসপাতালটি খুলনায় স্থাপিত হবে। সোভিয়েত ইউনিয়ন ১৫ বছরের জন্যে হাসপাতাল পরিচালনার দায়িত্ব নেবে। পরে এটা বাংলাদেশের সরকারের নিকট হস্তান্তর করা হবে।
চট্টগ্রামে চক্ষু হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী জনাব আব্দুল মালেক উকিল জানান যে, অন্ধদের চিকিৎসার জন্যে চট্টগ্রামে শীঘ্রই ১০০ শয্যাবিশিষ্ট একটি চক্ষু হাসপাতাল স্থাপন করা হবে। মন্ত্রী আরো জানান অন্ধদের চিকিৎসার জন্যে শীঘ্রই একটি ভ্রাম্যমান হাসপাতাল দেশের সর্বত্র সফর করবে।
পাঁচ হাজার শয্যা : গতকাল অন্ধদের জন্যে দুগ্ধ বন্টন কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আব্দুল মালেক উকিল বলেন যে, দেশের বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যেই পাঁচ হাজার শয্যা বাড়ানো হয়েছে। বার্সএর সাহায্যে বাংলাদেশ অন্ধ ফেডারেশন এই কেন্দ্রের আয়োজন করে।২৩

রেফারেন্স: ৬ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ