You dont have javascript enabled! Please enable it! 1972.09.04 | লন্ডন ক্লিনিকে অস্ত্রপচারের পর বঙ্গবন্ধু ১৭ সেপ্টেম্বর ফিরবেন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু ১৭ সেপ্টেম্বর ফিরবেন

অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম আজ ঘোষণা করেন যে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামি ১৭ সেপ্টেম্বর এখানে আগমন করবেন। বাসসের এক খবরে বলা হয় যে লন্ডন ক্লিনিকে অস্ত্রপচারের পর বঙ্গবন্ধু এখন জেনেভায় বিশ্রাম গ্রহণ করছেন। সাংবাদিকদের আলোচনাকালে অস্থায়ী প্রধানমন্ত্রী জানান যে বঙ্গবন্ধু এখানে আগমনের পূর্বে একদিন অবস্থানের জন্য ১৬ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌছবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান যে, বঙ্গবন্ধু এখন অধিক সুস্থবোধ করছেন। তিনি এখন চলাফেরা করতে পারেন। তার সাথে টেলিফোনে আলোচনাকালে বঙ্গবন্ধু দেশে ফেরার জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এবং দেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে খোজ খবর নিয়েছেন। যেসব চিকিৎসক বঙ্গবন্ধু দেহে অস্ত্রপচার করেছেন তারা পিত্তকোষের ডিম্বাকৃতির পাথর, এর অবস্থান ও এপেন্ডিক্স পরীক্ষা করে অভিমত প্রকাশ করেছিলেন যে অস্ত্রপচারে বিলম্ব হলে বঙ্গবন্ধুর জীবন বিপন্ন হতো। অস্ত্রপচার-উত্তর এক সপ্তাহ বিশ্রামের পর বঙ্গবন্ধু সুস্থ হবার জন্য জেনেভা গমন করেন। তিনি অতি ঘ্রিই দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু চিকিৎসকগণ তাতে অসম্মতি জানান।১২

রেফারেন্স: ৪ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ