You dont have javascript enabled! Please enable it!

আপনি প্রমাণ করুন যে এদেশে একজনও ভারতীয় সৈন্য আছে- তোফায়েল আহমেদ

ফরিদপুর। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারি জনাব তোফায়েল আহমেদ আজ এখানে বলেন যে, মওলানা ভাসানীর গতকালকের জনসভার ভাষণের পর এটা সুস্পস্টভাবে প্রমাণিত হয়েছে যে উপমহাদেশের চীনা স্বার্থ রক্ষার জন্যে তিনি তার আন্দোলন শুরু করেছেন। তিনি বলেন, চীন যদি আমাদের ‘আশ্রিত রাজ্য হিসেবে বিবেচনা করে তাহলে ভবিষতেও সেই একই মনোভাব পোষণ করবে- একথা বলে মওলানা ভাসানী বাস্তবিক পক্ষে জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিরুদ্ধে চীনা ভেটোর পক্ষেই ওকালতি করবেন। এক জনসভায় ভাষণদান কালে জনাব তোফায়েল আহমেদ বলেন যে চীনের এ ধরনের মনোভাবের নিন্দা করা কি মওলানার কর্তব্য নয়? মওলানা কি মনে করেন না যে, আমরা স্বাধীন ও সার্বভৌম। তিনি বলেন যে, চীন ও মওলানা একই রকম চিন্তা ভাবনা করছেন বলেও দেখা যাচ্ছে। বাংলাদেশের মাটিতে একজনও ভারতীয় সৈন্য আছে এটা প্রমাণের জন্য তিনি মওলানা ভাসানীর প্রতি চ্যালেঞ্জ দেন। তিনি বলেন যে মওলানা আমাদের দেশে একজন ভারতীয় সৈন্য দেখাতে পারলে সরকার যেকোনো শাস্তি গ্রহণে প্রস্তুত। মওলানা দেশে গোলযোগ সৃষ্টি করে নিজেকে চীন-পাকিস্তান আতাতের শিকারে পরিণত হওয়ার সুযোগ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। জনাব বলেন যে মওলানা ভাসানী পরিচালিত “হক কথায়” ভারতীয় সৈন্যদের উপস্থিতি সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা প্রমাণিত হলে তিনি কি ধরনের শাস্তি নিতে প্রস্তুত, তা আমরা মওলানার কাছে জানতে চাইবো।১৪

রেফারেন্স: ৪ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!