বাংলাদেশ সরকার অনেক ক্ষেত্রেই সফল হয়েছেন
মস্কো। বাংলাদেশ সরকার তুলনামূলক ভাবে অত্যান্ত কম সময়ের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন স্বাভাবিক করার ব্যাপারে অনেক ক্ষেত্রেই সফল হয়েছেন। প্রাভদার ঢাকাস্থ সংবাদদাতা ভেনিয়ামিন শুরিগিন প্রেরিত ও প্রাভদায় প্রকাশিত এক নিবন্ধে এই তথ্য পরিবেশিত হয়েছে। নিবন্ধকার বলে শিল্প প্রতিষ্ঠান গুলোতে একের পর এক কাজ শুরু হচ্ছে। পরিবহন ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নির্ধারিত মূল্যে কেন্দ্রিয়ভাবে চাল বণ্টনের কাজ সুষ্ঠুভাবে চলছে। স্থানীয় প্রশাসন ব্যবস্থাও চালু রয়েছে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সম্পর্কে নিবন্ধকার বলেন যে, বাংলাদেশে এই দলটির ব্যাপক প্রভাব রয়েছে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ও প্রভাব বাড়ছে ও জোরদার হচ্ছে। কংগ্রেস পার্টি দীর্ঘদিন এদেশে আত্মগোপন করেছিল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি জনাব আবদুস সালাম প্রাভদার সংবাদদাতাকে বলেন, কমিউনিস্ট পার্টির এমনকি আওয়ামী লীগের মতো এতো বড় প্রভাবশালী দলের পক্ষেও দেশের সামনে যে বিরাট কাজ রয়েছে, তা এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। স্বাধীনতা সংগ্রামের সময়ের মতো বর্তমানে সকল দেশপ্রেমিক জাতীয় শক্তির যৌথ তৎপরতা গ্রহণ করা দরকার। নিবন্ধে বলা হয় যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্তিত্ব ঐ অঞ্চলের একটি নয়া উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশ বর্তমানে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম করছে। ভারতীয় উপমহাদেশে এখন শান্তির পক্ষে সহায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় সুস্পষ্ট পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।১০
রেফারেন্স: ৩ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ