You dont have javascript enabled! Please enable it! 1972.09.03 | দ্রব্যমূল্য বৃদ্ধিতে বঙ্গবন্ধু উদ্বিগ্ন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বঙ্গবন্ধু উদ্বিগ্ন

নয়াদিল্লি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জেনেভায় বঙ্গবন্ধুর ঘনিষ্ট সূত্রের এক খবরে একথা উল্লেখ করা হয়। উক্ত সূত্রে বলা হয়, বঙ্গবন্ধু তার সরকারের সাথে এ ব্যাপারে ঘনিষ্ট যোগাযোগ রেখেছেন। জিনিসপত্রের অবাঞ্ছিত মূল্য বৃদ্ধির রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
টেলিফোনে আলাপ : বিপিআই পরিবেশিত অপর এক খবরে বলা হয়, গতরাতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোনে অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের সাথে আলাপ করেছেন। বঙ্গবন্ধু দেশের খাদ্য পরিস্থিতি জানতে চান এবং অল্প দিনের মধ্যে তার দেশে ফেরার আগ্রহের কথা জানান। অস্থায়ী প্রধানমন্ত্রী তাকে খাদ্য পরিস্থিতি সম্পর্কে গৃহীত ব্যবস্থাবলীর কথা জানান। তার শরীর খুবই দুর্বল। এখনো তার কোনো জায়গায় যাবার মতো শারীরিক শক্তি হয়নি। ডাক্তারদের মতে তার দেশে ফেরা আরো বিলম্বিত হতে পারে। বঙ্গবন্ধুর সাথে সৈয়দ নজরুল ইসলামের ফোনে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন।১১

রেফারেন্স: ৩ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ