You dont have javascript enabled! Please enable it! 1972.09.01 | আটক বাঙালিদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করুন- বিশ্ববিবেকের প্রতি বঙ্গবন্ধু | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আটক বাঙালিদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করুন- বিশ্ববিবেকের প্রতি বঙ্গবন্ধু

জেনেভা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে আটক বাঙালিদের রক্ষা ও তাদের নিরাপত্তার নিশ্চয়তাবিধানের জন্য আজ আবার বিশ্ব বিবেকের কাছে আবেদন জানিয়েছেন। তিনি আন্ত র্জাতিক রেডক্রস সমিতি সমূহের প্রেসিডেন্ট মি: নেভিলকে বলেছেন, পাকিস্তানে আটক পাচ লাখ বাঙালির শারীরিক নিরাপত্তা, প্রতিপালন, এবং স্বদেশ প্রত্যাবর্তনের জন্যে যথাযথ ব্যবস্থা রেডক্রসের নেয়া উচিত। মি: নেভিল আজ সকালে তার সাথে দেখা করতে গেলে তিনি তাকে একথা বলেন, তাদের আলোচনা প্রায় ১ঘণ্টাকাল চলে।
কায়রো সফরের সম্ভাবনা নেই : কায়রো থেকে পিটিআই জানাচ্ছেন, পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ আজ টেলিফোনে বঙ্গবন্ধুর সাথে কথা বলেন। পরে তিনি জানান যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কায়রো সফরের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, স্বাস্থ্যগত কারণ ছাড়াও বঙ্গবন্ধু মিশর সরকারকে জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আগে তার পক্ষে কায়রো সফর করা সম্ভব নয়।২

রেফারেন্স: ১ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ