আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন শুরু
‘গণদাবী লইয়াসংগ্রাম করিলেই বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়া হইয়া থাকে শেখ মুজিব
(নিজস্ব বার্তা পরিবেশক)। ৬-দফার বিশ্লেষণ প্রসঙ্গে শেখ মুজিবর রহমান বলেন যে, তিনি পূর্ব পাকিস্ত নিবাসীর বাঁচার দাবীরূপে ৬-দফা কর্মসূচী পেশ করিয়াছেন। শান্তভাবে উহার সমালােচনা করার পরিবর্তে কায়েমী স্বার্থীদের দালালরা তাঁহার বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করিয়াছে।
অতীতেও রাষ্ট্রভাষার দাবী, ২১-দফা, যুক্ত নির্বাচন ইত্যাদি দাবীর মধ্যে ইহারা ইসলাম ও পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্র আবিষ্কার করিয়াছিল। শেরেবাংলা ফজলুল হক ও শহীদ সােহরাওয়ার্দীর মত নেতাদের রাষ্ট্রদ্রোহী বলিয়া আখ্যায়িত করিয়াছিল।
পশ্চিম পাকিস্তানী জনগণের উদ্দেশ্যে শেখ মুজিবর রহমান বলেন যে, ৬-দফা। দাবীর আন্দোলন পশ্চিম পাকিস্তানের জনগণের বিরুদ্ধে নয়। উহা পশ্চিমাংশের ধনীক শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত। পশ্চিম পাকিস্তানের অগণিত মানুষ অত্যন্ত দরিদ্র। যতদিন ধনতান্ত্রিক সমাজব্যবস্থার অবসান না হইবে ততদিন ব্যক্তিত্বে। ব্যক্তিত্বে এই অসাম্য দূর হইবে না। কিন্তু তার আগে আঞ্চলিক শোষণও বন্ধ করিতে হইবে।
রেফারেন্স: সংবাদ, ১৯ মার্চ ১৯৬৬