আপনাদের অভিযােগ নূতন নহে —শেখ মুজিব
(স্টাফ রিপাের্টার)। গতকাল (বুধবার) বিকালে অনুষ্ঠিত ঢাকা শহর আওয়ামী লীগের কাউন্সিল সভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান ৬-দফা দাবী আদায়ের জন্য যে কোনও ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকিতে আওয়ামী লীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, জনগণের মৌলিক ও সঙ্গত অধিকার আদায়ের জন্যই এই সকল দাবী উত্থাপন করা হইয়াছে। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ। পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ব্যাখ্যা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান বলেন যে, যখনই জনগণের অধিকার আদায়ের দাবী উত্থাপন করা হইয়াছে তখনই ক্ষমতাসীনরা দাবী উত্থাপনকারীদের বিভেদ সৃষ্টিকারী আখ্যা দিয়াছেন। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, জনাব সােহরাওয়ার্দী ও শেরেবাংলার ন্যায় সম্মানিত নেতাকেও রাষ্ট্রদ্রোহী ও রাষ্ট্রের শত্রু আখ্যা দেওয়া হইয়াছিল। অতএব আপনাদের এই অভিযােগ নূতন নয় এবং এইসব অভিযােগ জনগণকে বিপথে পরিচালিত করিতে পারিবে না। সভায় জনাব এ, কে, রফিকুল হােসেন, জনাব শামসুল হক, জনাব কামরুজ্জামান এবং জনাব সিরাজুল ইসলামও বক্তৃতাদান করেন। সভায় ৬-দফার প্রতি সমর্থন, জরুরী অবস্থা প্রত্যাহার, নওয়াবজাদা নসরুল্লাহ, খাজা রফিক ও মালিক গােলাম জিলানীসহ সকল রাজীর মুক্তি এবং ড. মাহমুদের উপর হামলার নিন্দা ও এতদসম্পর্কে বিচার বিভাগীয় তদন্ত দাবী করিয়া বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। বিপুলসংখ্যক কাউন্সিলর ছাড়াও সভায় খােন্দকার মােশতাক আহমদ, জনাব আবদুল মােমেন এ্যাডভােকেট, জনাব নূরুল ইসলাম চৌধুরী প্রমুখ আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন।
রেফারেন্স: দৈনিক ইত্তেফাক, ১৭ মার্চ ১৯৬৬