You dont have javascript enabled! Please enable it!

শক্তিশালী কেন্দ্র আমাদের দুঃসময়ে কোন কাজে আসিবে না- শেখ মুজিব

(বিশেষ প্রতিনিধি প্রেরিত)। ময়মনসিংহ, ১১ই মার্চ—আজ জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান ৬-দফা দাবী আদায়ের উদ্দেশ্যে বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি গ্রহণের জন্য দলের কর্মীদের প্রতি আহ্বান জানান। শক্তিশালী কেন্দ্রের প্রবক্তাদের সমালােচনাকালে শেখ মুজিবর রহমান বলেন, গত পাক-ভারত যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে অবস্থিত শক্তিশালী কেন্দ্র পূর্ব পাকিস্তানের জনসাধারণের কোনও প্রকার কার্যকরী সাহায্য করিতে পারে নাই। তিনি বলেন, যুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট, সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানগণ কিংবা কেন্দ্রীয় সরকারের সেক্রেটারিগণ পূর্ব পাকিস্তানে আসিয়া এখানকার জনসাধারণের খোঁজখবর লইতে পারেন নাই। কারণ, তখন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যােগাযােগের কোন ব্যবস্থাই ছিল না। আওয়ামী লীগ নেতা বলেন, এই ধরনের শক্তিশালীকেন্দ্র পূর্ব পাকিস্তানের দুঃসময়ে কোন কাজে আসিবে না। তিনি পুনরায় দৃঢ়তার সহিত বলেন, ৬-দফার বাস্তবায়নের মাধ্যমেই শক্তিশালী পাকিস্তান গড়িয়া উঠিতে পারে। সৈয়দ নজরুল ইসলাম এডভােকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে জেলা ও মহকুমার বিভিন্ন স্থান হইতে প্রায় ২ শত কাউন্সিলর যােগদান করেন।

অধিবেশনে প্রদত্ত বক্তৃতায় শেখ মুজিবর রহমান দেশে সুস্থ রাজনীতি গড়িয়া তােলার আহ্বান জানান। তিনি চৌধুরী মােহাম্মদ আলী ও মওলানা মওদুদীসহ পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দকে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অনুধাবনের আহ্বান জানান। শেখ সাহেব ৬-দফার সমালােকদের জবাবদান প্রসঙ্গে বলেন, পূর্ব পাকিস্তানের পক্ষ হইতে যখনই কোন দাবী উঠিয়াছে তখনই উহাকে ‘রাষ্ট্রবিরােধী’ বলিয়া আখ্যায়িত করা হইয়াছে। কিন্তু এখন এই ধরনের প্রচারণা বন্ধ করার সময় আসিয়াছে। এই অধিবেশনে আওয়ামী লীগ নেতা মেসার্স খােন্দকার মােশতাক আহমদ, তাজুদ্দিন আহমদ, আবদুল মােমেন এডভােকেট, নূরুল ইসলাম এম, এন, এ, প্রমুখ উপস্থিত ছিলেন।

রেফারেন্স: দৈনিক ইত্তেফাক, ১২ মার্চ ১৯৬৬

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!