You dont have javascript enabled! Please enable it! 1967.10.09 | ছাত্রলীগের মিছিল ও সভা | আজাদ - সংগ্রামের নোটবুক

ছাত্রলীগের মিছিল ও সভা

নারায়ণগঞ্জ, ৮ই অক্টোবর-অদ্য স্থানীয় মহকুমা ছাত্রলীগের উদ্যোগে এক বিরাট ছাত্র শােভাযাত্রা শহরের সড়কসমূহ প্রদক্ষিণ করে। তাহারা আওয়ামী লীগের ৬দফা দাবীর সমর্থন ও শেখ মুজিবসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান প্রদান করে। শােভাযাত্রার পর তােলারাম কলেজের সম্মুখে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রলীগ নেতা কাজী বােরহান উদ্দিন, আবদুর রহমান ও রহমতুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
ছাত্রসভায় ৬-দফার বাস্তবায়ন ও বিশ টাকা মণ-দরে চাউল সরবরাহের দাবী জানাইয়া প্রস্তাব গ্রহণ করা হয়।

রেফারেন্স: আজাদ, ০৯ অক্টোবর ১৯৬৭