You dont have javascript enabled! Please enable it! 1967.10.04 | আওয়ামী লীগের ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন | আজাদ - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগের ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন

হবিগঞ্জ (সিলেট), ২রা অক্টোবর-সম্প্রতি এখানে মহকুমা আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির এক সভা হয়। সভাপতিত্ব করেন জনাব মােস্তফা আলী এডভােকেট।

সভায় গৃহীত প্রস্তাবে আওয়ামী লীগের ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করিয়া পূৰ্ব্ব পাক আওয়ামী লীগ কাউন্সিল সভায় গৃহীত পিডিএম-এ যােগ না দেওয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানানাে হয়। যাহারা আওয়ামী লীগ পার্টির সিদ্ধান্ত অমান্য। করিয়া পি, ডি, এম-এ যােগদান করিয়াছেন, তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। গ্রহণের জন্য জোর দাবী জানানাে হয়।
সভায় নবগঠিত নিখিল পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয়। বিনাবিচারে আটক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তির দাবী করা হয়। ‘দৈনকি ইত্তেফাক’ উহার মুদ্রণালয়ের উপর আরােপিত বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহার করার এবং দেশ হইতে জরুরী পরিস্থিতির বিধিনিষেধ দূর করার জন্যও দাবী জানানাে হয়।

রেফারেন্স: আজাদ, ৪ অক্টোবর ১৯৬৭