You dont have javascript enabled! Please enable it! 1967.09.28 | খণ্ডিত আওয়ামী লীগ | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

খণ্ডিত আওয়ামী লীগ

ঢাকা, ২৬শে সেপ্টেম্বর-অদ্য ছয়-দফাপন্থী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে যে, ইতিপূর্বে যে ১৪ জন আওয়ামী লীগ সদস্যকে দল হইতে সাময়িকভাবে বরখাস্ত করা হইয়াছে, তাহারা আগামী ১০ই অক্টোবরের মধ্যে বহিষ্কার নির্দেশের বিপক্ষে যুক্তিপূর্ণ গ্রহণযােগ্য কারণ দর্শাইতে ব্যর্থ হইলে বহিষ্কার আদেশ চূড়ান্ত বলিয়া গৃহীত হইবে। গত দুই দিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে অদ্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে।
উক্ত ১৪ জন সদস্যের মধ্যে প্রাদেশিক আওয়ামী লীগের এবং বর্তমানে পি ডি এম পন্থী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এডহক কমিটির সভাপতি মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ ও এডহক কমিটির সম্পাদক জনাব মুজিবর রহমানও রহিয়াছেন। পি ডি এম-এর সহিত সংশ্লিষ্ট থাকার জন্য গত ১৩ই আগস্ট ঢাকায় অনুষ্ঠিত প্রাদেশিক আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হইয়াছে। এবং তাহাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে ওয়ার্কিং কমিটিকে পরামর্শ প্রদানের উদ্দেশ্যে সৈয়দ নজরুল ইসলাম, মিসেস আমেনা বেগম এবং জনাব আবদুল আজিজের সমন্বয়ে এই অধিবেশনেই একটি কমিটি গঠিত হয়।
ওয়ার্কিং কমিটির নিকট প্রদত্ত উক্ত কমিটির রিপাের্ট সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির বৈঠকে বিবেচনা করা হয়। এখানে উল্লেখ করা যাইতে পারে যে, তিন সদস্যের সমন্বয়ে গঠিত উক্ত কমিটি এই সদস্যদের বহিষ্কার করার পরামর্শ দেন।
তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল অদ্যকার বৈঠক সম্পর্কে ডি, পি-এর জনৈক প্রতিনিধিকে জানান যে, ওয়ার্কিং কমিটি উক্ত কমিটির রিপাের্ট পর্যালােচনা করিয়াছেন এবং সাময়িকভাবে বরখাস্ত সদস্যদের ১০ই অক্টোবরের মধ্যে পুনরায় দলে যােগদান করার জন্য সময়দান করিয়াছে।
এই সম্মেলনের এক প্রস্তাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির এক ইউনিট বাতিল প্রস্তাবের প্রতি সমর্থন জানানাে হয়।
পাকিস্তান আওয়ামী লীগ প্রাদেশিক আওয়ামী লীগের ৬-দফাকে দলীয় কর্মসূচী হিসাবে গ্রহণ করায় এক প্রস্তাবে পাকিস্তান আওয়ামী লীগকে অভিনন্দন জানানাে হয়। অপর এক প্রস্তাবে পাকিস্তান আওয়ামী লীগকে সমাজতন্ত্রবাদকে ইহার অন্যতম আদর্শ হিসাবে গ্রহণ করার আহ্বান জানানাে হয়।
ইহাছাড়া পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের দুইজন নেতার বিরুদ্ধে মালিক গােলাম জিলানী ও মােহাম্মদ লুন্দােের যে উদ্দেশ্যমূলক বিবৃতি দান করেন এক প্রস্তাবে তাহার নিন্দা করা হয়।-পিপিএ

রেফারেন্স: দৈনিক পয়গাম, ২৮ সেপ্টেম্বর ১৯৬৭