You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর

আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যাপারে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। বুধবার প্রকৌশলী ইনষ্টিটিউটে আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। তথ্যমন্ত্রী বলেন, আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য সরকার ২ কোটি টাকার একটি ট্রাষ্ট ফান্ড গঠন করেছেন। জনাব মিজানুর রহমান বলেন, সুযোগ-সুবিধার অভাব সত্ত্বেও সরকার আহত মুক্তিযোদ্ধার যথাযথ চিকিৎসা করতে বদ্ধপরিকর। তিনি বলেন, মুক্তিযোদ্ধের প্রতি সমগ্র জাতির একটি দাবি রয়েছে। দেশের স্বাধীনতার জন্য যারা সর্বস্ব বিসর্জন দিয়ে এমন একটি হাসপাতাল সৃষ্টি করেছেন, যার জন্য বাংলাদেশের জনগণ জাতিসমূহের মধ্যে গর্ব করতে পারে। আহত মুক্তিযোদ্ধাদের বীর আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের অবশ্যই তাদের যোগ্য সম্মান দিতে হবে। তথ্যমন্ত্রী সমাবেশে বলেন, সরকার ৩০ লক্ষ শহীদের প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকার হিসাবে দিচ্ছে। তিনি আরও বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধাকে (৫শত টাকা থেকে ১০০০ টাকা দেয়া হচ্ছে।১০৭

রেফারেন্স: ৩০ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!