You dont have javascript enabled! Please enable it! 1972.08.31 | দাবি আদায়ের নামে চরমপন্থা নেবেন না- তাজউদ্দিন আহমদ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দাবি আদায়ের নামে চরমপন্থা নেবেন না- তাজউদ্দিন আহমদ

ফরিদপুর। দাবি আদায়ের নামে ধর্মঘট ও ঘেরাও এর মতো চরমপন্থা গ্রহণ না করার জন্য অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ শ্রমিক, শিক্ষক ও সরকারি কর্মচারী সহ সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন। আওয়ামী লীগ সরকার যেসব অসুবিধার মধ্যে দিয়ে বর্তমানের অসংখ্যা সমস্যার সমাধানে চেষ্টা করছেন, তিনি তার ব্যাখ্যা করেন। জনাব তাজউদ্দিন আজ ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সবসময় অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন। এবং জনগণের দাবি-দাওয়া তুলে ধরেছেন। জনগণ যে কষ্ট ও অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন, সরকার সে ব্যাপারে ওয়াকিফহাল। বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, এ অবস্থা সাময়িক, খুব শীঘ্রই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। অর্থমন্ত্রী উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষভাবে জোর দেন। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি না হলে খাদ্যসহ অন্যান্য অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধান হবে না। অর্থনৈতিক স্থিতিশালতা না। বলে সরকার কোনো দাবি-দাওয়া পূরণ করতে ও পারবে না। জনাব তাজউদ্দিন সকলকে স্মরণ করিয়ে দেন, দাঙ্গা-হাঙ্গামা বাধানো সহজ কিন্তু দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন। প্রাথমিক শিক্ষকদের সমস্যার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সাধ্যমতো তাদের যুক্তিসঙ্গত দাবি পূরণ করা হবে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব আবুল কালাম আজাদ।১১২

রেফারেন্স: ৩১ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ