You dont have javascript enabled! Please enable it!

আমাদের ভবিষ্যৎ আছে, দিন অবশ্যই ফিরবে- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশা প্রকাশ করে বলেন, “আমাদের অবস্থার অবশ্যই উন্নতি হবে।” জনৈক মার্কিন সাংবাদিকের সাথে সাক্ষাত্তারে প্রধানমন্ত্রী বলেন, “আমরা নির্যাতন ভোগ করেছি; দেশের প্রত্যেকেই নির্যাতিত হয়েছে। কিন্তু আজ আমরা স্বাধীন। আমি আপনাকে বলছি যে, বাংলাদেশের ভবিষ্যৎ আছে, আমরা দিন আবশ্যই ফিরে পাব।” মার্কিন মাসিক পত্র ন্যাশনাল জিওগ্রাফিক এর সিনিয়র সম্পাদক উইলিয়াম এলসি সাক্ষাৎকার গ্রহণ করেন। “আশাবাদ নতুন জাতিকে পালন করছেন। মঙ্গলবার ইউসিএর এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য প্রকাশিত হয়। শেখ মুজিবুর রহমানের প্রতি বিপুল শ্রদ্ধা নিবেদন করে মি. এলসি মন্তব্য করেন যে, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকার শেখ মুজিবুর রহমানই নবীন জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং তার মাধ্যমেই তারা স্বাধীনতার স্বাদ সন্ধান করছে। প্রবন্ধের নতুন জাতির আশা আকাঙ্ক্ষা এবং দুঃখ-দুর্দশা বিধৃত হয়। স্বাধীনতার জন্য তাদের মরণজয়ী সংগ্রাম এবং স্বাধীনতার পরবর্তী তিতীক্ষা পরিচয় সম্পাদক তার লেখা তুলে ধরেন। প্রাকৃতিক দুর্যোগের সাথে তাদের ওপর আলোকপাত করা হয়। প্রবন্ধের সঙ্গে ৩২টি আলোক চিত্র সন্নিবেশিত হয়। মি. এলিস বলেন যে, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাঙালি মনুষের এক অবিশ্বাস্য আশাবাদ জাগ্রত। ক্ষুধা, হতাশা, দুর্দশার মধ্যেও তারা সুদিনের প্রত্যাশা করে১০০

রেফারেন্স: ২৯ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!