You dont have javascript enabled! Please enable it!

জাতিসংঘ হতে ভেটো প্রথা বাতিল করতে হবে

নয়াদিল্লি। পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ গতরাতে এখানে বলেন যে, জাতিসংঘ হতে ভেটো প্রথা বাতিল করা উচিত। অন্যথায় ছোট ছোট দেশগুলো বিশ্ব সংস্থায় কোনো ভূমিকা পালনেই সমর্থ হবে না। দিল্লির পালাম বিমান বন্দরে বাসস প্রতিনিধির সাথে আলোচনাকালে জনাব সামাদ বলেন যে, জাতিসংঘের প্রক্রিয়ার মধ্যে ভেটো প্রথাকে কীভাবে ব্যর্থ করে দেয়া যায় সে সম্পর্কে আজ ছোট ছোট দেশ সমূহের চিন্তা ভাবনার সময় এসেছে। অন্যথায় জাতিসংঘের ক্ষুদ্র দেশ সমূহের কোনো ভূমিকা থাকবে না। চীনা ভেটো সম্পর্কে জনাব সামাদ বলেন যে, ভেটো ক্ষমতা প্রয়োগ করে চীন অত্যন্ত অনভিজ্ঞজনোচিত কাজ করছে। বিশ্বে অষ্টম জনবহুল দেশকে জাতিসংঘের বাহিরে রাখার কোনো অধিকার চীনের নেই। ভেটো প্রয়োগ করে চীনই এক ঘরে হয়ে পড়ছে। কারণ সারা বিশ্বই ইতোমধ্যেই মধ্যে বাংলাদেশকে গ্রহণ করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, কথা ও কাজের মধ্যে চীনের কোনো সামঞ্জস্য নাই। চীন মুখে বলে যে, সে বৃহৎ শক্তির মতো আচরণ করবে না। কিন্তু কার্য ক্ষেত্রে বৃহৎ শক্তির মতো এশিয়া একটি দেশের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করল। পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে এখান থেকে বাগদাদ রওনা হয়েছেন। বিমানবন্দরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং-এর সঙ্গে তিনি ৩ ঘন্টা ব্যাপী এক বৈঠকে মিলিত হন। অনুমান করা হচ্ছে যে, উভয় পররাষ্ট্রমন্ত্রী চীনা ভেটো এবং উপমহাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছে। দিল্লিতে পাকিস্তান ভারত আলোচনা ধারা সম্পর্কেও সর্দার শরণ সিং জনাব সামাদকে অবহিত করেন।
বাগদাদ উপস্থিতি : বাগদাদ থেকে প্রচারিত এক খবরে বলা যায় যে, বাংলাদেশের পররাষ্ট্রমনী জনাব আবদুস সামাদ সরকারি সফরে আজ বাগদাদ পৌছেছেন। ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জনাব সামাদ সন্তোষ প্রকাশ করেন।৯৭

রেফারেন্স: ২৮ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!