পুঁজিবাদের ধ্বংসস্তুপের উপর সমাজতন্ত্র গড়ব- তাজউদ্দিন আহমদ
নির্যাতিত জনগণের দুঃখ-দুর্দশা আরও বেশি বেড়ে তোলার জন্য যারা ষড়যন্ত্র করেছে সে সকল দুষ্কৃতকারীর সম্পর্কে সতর্ক থাকার জন্য অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ মঙ্গলবার জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। বৃটিশ কাউন্সিলার অগ্রণী ব্যাংক কর্মচারী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা সমাবেশে ভাষণদানকালে মন্ত্রী উপরোক্ত আবেদন জানান। তিনি আরও বলেন যে, আমরা পুঁজিবাদের ধ্বংসস্তুপের ওপর সমাজতন্ত্রের বিজয়কেতন উড়াব। সমাজতন্ত্র সম্পর্কে জনগণের মধ্যে এখন আর দ্বিমত নেই। আমরা দীর্ঘকাল যাবৎ সমাজতন্ত্রের শুভাগমণ প্রতিক্ষায় ছিলাম। মন্ত্রী সমাজতান্ত্রিক অর্থনীতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য ব্যাংক কর্মচারীদের প্রতি আহ্বান জানান। মানুষ মাত্রই ভুল করে। কিন্তু আমরা যদি সততা ও আন্তরিকতার সাথে কাজ করি তবে গন্তব্যে পৌছাতে পারব। মন্ত্রী মহোদয় দাবি-দাওয়া আদায়ের প্রতিযোগিতায় অবতীর্ণ না হওয়ার জন্য ইউনিয়নের কর্মকর্তাদের প্রতি আবেদন জানান। তিনি বলেন যে, বেশি কাজ করা বা বেশী উৎপাদন করাই তাদের লক্ষ্য হওয়া উচিত। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অগ্রণী ব্যাংকের সভাপতি জনাব ফজলুর রহমান।১০২
রেফারেন্স: ২৯ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ