You dont have javascript enabled! Please enable it! 1972.08.28 | পল্লী উন্নয়নে এগিয়ে আসুন- রাষ্ট্রপ্রধান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

পল্লী উন্নয়নে এগিয়ে আসুন- রাষ্ট্রপ্রধান

জয়পাড়া, ঢাকা। রাষ্ট্রপ্রধান জনাব আবু সাঈদ চৌধুরী পল্লী এলাকার উন্নতি কল্পে সরকারের উন্নয়নমূলক কল্যাণ মুখী কর্মসূচি বাস্তবায়নে সর্বান্তঃকরণে এগিয়ে আসার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপ্রধান আজ এখানে একটি নতুন কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন। রাষ্ট্র প্রধান তার বক্তৃতায় বলেন, জনসাধারণ যাতে স্বাধীনতার সফল ভোগ করতে পারে তজ্জন্য সরকার পল্লী এলাকার উন্নয়নের জন্য গঠনমূলক কর্মসূচি গ্রহণ করছেন। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সরকার সাধারণ মানুষের মধ্যে শিক্ষার সুযোগ সুবিধা সম্প্রসারণের উদ্দেশ্যে বিশেষ করে পল্লী অঞ্চলের অধিক সংখ্যায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করছেন। দেশে আরও অধিক সংখ্যক স্কুল-কলেজ প্রতিষ্ঠায় সরকারের সাথে সক্রিয় সহযোগিতা করার জন্যও তিনি জনগণের প্রতি আহ্বান জানান। রাষ্ট্র প্রধান তার বক্তৃতায় আমাদের দেশের শিক্ষার এবং এই সঙ্গে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। খাদ্য সমস্যার উল্লেখ করে রাষ্ট্র প্রধান আবু সাঈদ চৌধুরী বলেন যে, বর্তমান সরকার পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সজাগ এবং সম্ভাব্য সকল সমস্যার মোকাবিলা করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিষ্ঠানের শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসূফ আলীও বক্তৃতা করেন।৯৮

রেফারেন্স: ২৮ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ