You dont have javascript enabled! Please enable it!

ভাসানী স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মওলানা ভাসানীকে অভিযুক্ত করেছেন। গতরাতে বার্তা প্রতিষ্ঠান এনার সাথে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতা বলেন যে, সরকারের বিরুদ্ধে মওলানা ভাসানীর সমালোচনা তার নিজের গণবিরোধী কার্যকলাপকে চাপা দেয়ার উদ্দেশ্যে একটি ধুম্রজাল বৈ আর কিছুই নয়। তিনি বলেন যে, মওলানা ভাসানী এমন এক কার্যকলাপে লিপ্ত রয়েছেন, যা ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা সরাসরি বিরুদ্ধাচরণের সামিল। আওয়ামী লীগ সম্পাদক বলেন, ন্যাশনাল পার্টির প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী আগামি ৩ সেপ্টেম্বর ভুখা মিছিলের ডাক দিয়েছেন। দেশের খাদ্য সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা দানের পরবর্তী উল্টো বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি বলেন যে, যারা দেশে খাদ্য সংকটের সুযোগ গ্রহণের চেষ্টা করছেন, তারা জনগণের বন্ধু নয়। জনাব জিল্লুর রহমান বলেন, আমাদের জনগণ হানাদারবাহিনীর বিশ্ব চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছেন। এই সমস্ত গণবিরোধী শক্তিকে কিভাবে মোকাবেলা করতে হয় তা তারা ভালভাবে জানেন। মওলানা ৩ সেপ্টেম্বর ভুখা মিছিলে ব্যাখ্যা করে আওয়ামী লীগ সম্পাদক বলেন, মওলানা এই ঘটনার মাধ্যমে একটি গৌরবান্বিত জাতিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে, দেশের অর্থনৈতিক সমস্যা সহ নানাবিধ সমস্যা রয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর সরকার এই সমস্ত সমস্যার জন্য দায়ী নয়। তিনি বলেন যে, বন্যা, ঘূর্ণিঝড়, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের দরুণ বাংলাদেশের অর্থনীতি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদপুরি রয়েছে একটি নির্লজ্জ গোষ্ঠির চোরাকারবার, চোরাচালান ও মজুতদারী। জনাব জিল্লুর রহমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, দেশের ভবিষ্যৎ শাসনতন্ত্র চারটি রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে প্রণীত হবে।১০১

রেফারেন্স: ২৯ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!