আমদানির চাইতে রপ্তানি বেশি
ভারত থেকে বাংলাদেশ এ যাবৎ ৪৩ কোটি ৬৮ লক্ষ টাকার পণ্য আমদানি করেছেন। বাণিজ্যমন্ত্রী জনাব এম,আর, সিদ্দিকী গতকাল শুক্রবার ঢাকায় এই তথ্য প্রকাশ করেন। এক সাক্ষাৎকারে মন্ত্রী মহোদয় জানান, সাহায্য হিসাবে পাওয়া গেছে ২৫ কোটি টাকার পণ্য, ত্রাণ ও পুনর্বাসন মঞ্জুরি হিসাবে ১৮ কোটি টাকার পণ্য এবং বাণিজ্য চুক্তির অধীনে সীমিত পণ্য বিনিময়ের আওতায় পাওয়া গেছে বাকি ৬৮ লক্ষ টাকার পণ্য। বাণিজ্যমন্ত্রী জানান, উপরোক্ত চুক্তির অধীনে ভারত থেকে আমদানি অপেক্ষা বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ বেশি। মোট রপ্তানি করা হয়েছে ৭৩ লক্ষ ৮৬ হাজার টাকার পণ্য। পণ্য বিনিময়ের সুযোগের পূর্ণ সদ্ব্যবহার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নতার দরুন ব্যহত হচ্ছে। তাছাড়া যেসব লাইসেন্স দেয়া হয়েছে, সেগুলোর বেশির ভাগই সুষ্ঠু ব্যবহার করা হয়নি বলে মন্ত্রী মহোদয় জানান। এক প্রশ্নের জবাবে জনাব সিদ্দিকী বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে অবিলম্বে সিমেন্ট, কয়লা, সুতি বস্ত্র, সুতা এবং তামাক আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছেন।৯১
রেফারেন্স: ২৬ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ