You dont have javascript enabled! Please enable it! 1972.08.26 | বাংলাদেশ ৬ মাসে ১১৬ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ ৬ মাসে ১১৬ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে

রংপুর | শিল্প বণিক সমিতির সভায় ভাষণদানকালে বাণিজ্যমন্ত্রী জনাব এম, আর, সিদ্দিকী জানান যে, গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ৬ মাসে বাংলাদেশ সরকার মোট ১১৬ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তিনি আরও জানান, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য চলতি আর্থিক বছর থেকে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করবেন এবং এই উদ্দেশ্যে পানি সঞ্চালনের জন্য ৫০ হাজার নলকুপ খরিদ করবেন। শস্যের কীটপতঙ্গ নষ্ট করার জন্য ১ লক্ষ ৫ হাজার ঔষধ ছাড়ানোর যন্ত্র খরিদ করা হবে। তিনি আরও জানান যে, খাদ্যাভাব দূর করার জন্য সরকার প্রতিমাসে দেশে ৪ লক্ষটন খাদ্য সরবরাহ করবে। এই পর্যন্ত মাসে ১ লক্ষ টন বরাদ্দ ছিল। তিনি জানান যে, আমদানিকর শতকরা ৫০ভাগ হ্রাস করে কাপড়ের দাম কমানো হবে। বর্তমানে কাপড়ের সেল টেক্সও রহিত করা হয়েছে। তার ফলে দেশের সবত্র অল্প দামে মিলের কাপড় পাওয়া যাবে।৯২

রেফারেন্স: ২৬ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ