You dont have javascript enabled! Please enable it!

জাতিসংঘে চীনের গো, বাংলাদেশকে সদস্য করা স্থগিত থাক

জাতিসংঘ। চীন বাংলাদেশ জাতিসংঘভুক্তি সম্পর্কে স্বস্তি পরিষদে এক প্রস্তাব তুলেছে। তার বক্তব্য “সৈন্য প্রত্যাহার ও যুদ্ধবন্দি সম্পর্কীত পরিষদের প্রস্তাব পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত “বাংলাদেশকে সদস্যপদ দানের বিষয়টি স্থগিত থাক। ভারত, যুগোশ্লোভিয়া ও সোভিয়েত ইউনিয়ন স্বস্তি পরিষদের কমিটিতে যে প্রস্তাব দিয়েছেন তা সুস্পষ্ট। তাঁরা বলেছেন, বাংলাদেশকে অবিলম্বে জাতিসংঘের সদস্যপদ দেয়া হোক। উল্লেখ করা যেতে পারে যে, এর আগে গত সোমবারের কমিটি মিটিংয়ে চীন এই ধরনের ভূমিকা নিয়েছিল, কিন্তু পরিষদের প্রেসিডেন্ট এ নিয়ে যে মতামত যাচাই এর ভোট নেন তাতে সে অংশ নেয়নি। এই অবস্থায় খুব সম্ভবতঃ স্বস্তি পরিষদ বিবেচনায় ভারত, যুগোশ্লোভিয়া ও সোভিয়েত ইউনিয়নের ধাচেও একটি প্রস্তাব উঠতে যাচ্ছে। পরিষদের প্রেসিডেন্ট গত রাতে সদস্যপদ দান সম্পর্কে কমিটির রিপোর্ট চূড়ান্ত করায় ব্যস্ত থাকেন। জাতিসংঘ মহলের মতে এই রিপোর্ট বিবেচনার জন্য চলতি সপ্তাহে স্বস্তি পরিষদের বৈঠক বসছে।৭৬

রেফারেন্স: ২৩ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!