৭ কোটি ১০ লাখ টাকার ঋণ চুক্তি স্বাক্ষর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও রুমানিয়া সমাজতন্ত্রী প্রজাতন্ত্রের মধ্যে ৯৬ লাখ ডলারের (প্রায় ৭ কোটি ১০ লাখ টাকার) এক ঋণ চুক্তি সাক্ষরিত হয়েছে। বংলাদেশ সচিবালয়ে এই চুক্তিটি সাক্ষরিত হয়। প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঋণ চুক্তি অনুসারে বাংলাদেশ রুমানিয়া থেকে ২ হাজার ৩শ রেলওয়ে মালগাড়ী সহ আনুসাঙ্গিক খুচরা যন্ত্রপাতি আমদানি করবে। রুমানিয়া এই মাল গাড়ীর মধ্যে ৬২ টি মালগাড়ী বিনা মূল্যে প্রদান করবে। এই ঋণের জন্য শতকরা ভাগ হারে সুদ দিতে হবে। এই ঋণের অর্থ ১১০ কোটি সম কিস্তিতে পরিশোধ করতে হবে। তবে ঋণ পরিশোধের ব্যাপারে ২ বছরের বেশি সময় পাওয়া যাবে। চুক্তি মোতাবেক ঋণের শতকরা ২০ ভাগ অবাধে বিনিময় যোগ্য মুদ্রায় এবং অবশিষ্ট ৮০ ভাগ বাংলাদেশের পণ্যে পরিশোধ করা হবে। বাংলাদেশ পিরকল্পনা পরিষদের সেক্রেটারি ড. এ কে এম গোলাম রাব্বানী এবং রুমানীয়ার বুখারেষ্টের বিল্ডিং মেশিনারী দপ্তরের আমদানি-রপ্তানি বিভাগের জেনারেল ম্যানেজার মি. জোসিপ পপ তাদের নিজ নিজ সরকারের পক্ষে এই চুক্তি স্বাক্ষর দান করেন।৭৯
রেফারেন্স: ২৩ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ