You dont have javascript enabled! Please enable it! 1972.08.19 | লন্ডনে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক উদ্যোগ, মুজিব-ভুট্টো বৈঠক হচ্ছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

লন্ডনে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক উদ্যোগ, মুজিব-ভুট্টো বৈঠক হচ্ছে

লন্ডন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে থাকাকালেই তার ও পাকিস্তানের প্রেসিডেন্ট জেড এ ভুট্টোর মধ্যে বৈঠক অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ উদ্যোগ চলছে বলে আজ এখানে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। যদি আলোচনার ফলে প্রয়োজন হয় বাংলাদেশের নেতা এখান থেকে তার সুইজারল্যান্ড যাত্রা আগামি সোমবার হতে পিছিয়ে পরবর্তী সপ্তাহের শেষ দিক পর্যন্ত মুলতবী রাখতে পারেন। উক্ত মহল বলেন, বৃটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হীথ ও শেখ মুজিবের মধ্যকার বৈঠকের ফলে এই উদ্যোগ আরো এক ধাপ এগিয়ে গেলো। তাদের আলোচনার বিস্তারিত বিবরণ ভারত ও পাকিস্তানের নিকট পাঠানো হয়েছে। এখন তাদের মতামতের জন্য অপেক্ষা করা হয়েছে বলে উক্ত মহল উল্লেখ করেন। মি. ভুট্টো ও শেখ মুজিবের আস্থাশীল নিরপেক্ষ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে সে আলোচনা চলছে, তাতে এমন একটি প্রধান উল্লেখযোগ্য ফর্মুলা বের করা হবে বলে প্রতীয়মান হচ্ছে যে বৈঠকের পূর্বে কোনো স্বীকৃতি নয়। এবং স্বীকৃতির পূর্বে কোনো বৈঠক নয়। উভয়পক্ষের সরকারিভাবে এই নীতি ত্যাগ করা সম্ভব হবে। দুই নেতার মধ্যে বৈঠক লন্ডন বা সুইজারল্যান্ডের কোথাও হবে না বলে বিশেষ ভাবে জোর দিয়ে বলা হচ্ছে। তবে এই পর্যায়েও বৈঠকের স্থান হিসেবে নির্ধারণ করার জন্য বৃটেন প্রস্তাব করেছে। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানি নেতৃবৃন্দের কোনো পক্ষই স্থান হিসেবে পছন্দ করছেন না। প্রেসিডেন্ট আনোয়ার সাদাৎ কায়রোতে বৈঠক অনুষ্ঠানের জন্য প্রস্তাব করতে পারেন বলে অপর একটি অভিমত জানা গেছে। তবে এই প্রস্তাব ও কর্মপোযোগী নয়। উক্ত সূত্রেই জানা যায় যে, প্রেসিডেন্ট ভুট্টো ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে সেপ্টেম্বরে শীর্ষ বৈঠকের অব্যবহিত পরেই একটি বৈঠক অনুষ্ঠানের জন্য এখন একটা উদ্যোগ চলছে। প্রাপ্ত খবরে বলা হয় যে, স্যার এডোয়ার্ড ন্যুর আজ বঙ্গবন্ধুর স্বাস্থ্য পরীক্ষা করেন।৬০

রেফারেন্স: ১৯ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ