বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারি
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গণপরিষদ সদস্য জনাব আব্দুর রাজ্জাক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে জনগণকে ভাওতা দিয়ে যারা দেশে মাওবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শান্তিনগর আঞ্চলিক ছাত্রলীগ কমিটির উদ্যোগে আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগ নেতা বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র হচ্ছে বিদেশি ধার করা একটি মতোবাদ। তিনি বলেন, আওয়ামী লীগ ধার করা সমাজতন্ত্রে বিশ্বাস করে না। বাংলাদেশের বাস্তব অবস্থার সাথে খাপ খাইয়ে সমাজতন্ত্র কায়েম করতে হবে। তিনি ছাত্রলীগের সাংগঠনিক পক্ষ উপলক্ষে শান্তিনগর ছাত্রলীগ আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। জনাব আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শেখ শহীদুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, জনাব মনিরুল ইসলাম এবং জনাব রাজ্জাক তার বক্তৃতায় মুজিববাদ ব্যাখ্যা করেন। তিনি আমলাতন্ত্রের সমালোচনা করে বলেন, আমলাতন্ত্র বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। আল-বদর, আল-শামস ও রাজাকারদের সহযোগী চরম বামপন্থি ও অতিবিপ্লবীরা দেশের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি যেকোনো মূল্যের বিনিময়ে জাতীয় স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য জনগণকে আহ্বান জানান। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের ওপর মন্ত ব্য করতে গিয়ে জনাব রাজ্জাক বলেন, স্বাধীনতার পর প্রত্যেক দেশেই অর্থনৈতিক সংকট দেখা দেয়। চরম ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে এই সংকট কাটাতে হবে। খাদ্যশস্য দিয়ে সাহায্য করার জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একদিনে দেশের সমস্যা সমাধান সম্ভব নয়। কারণ বঙ্গবন্ধুর হাতে আলাদিনের প্রদীপ নেই। জনাব আব্দুর রাজ্জাক বলেন, বিদেশি শক্তি চরেরা বাংলা এবং বাঙালির স্বার্থের বিরুদ্ধে আজও ষড়যন্ত্র করছে। এসব চোরদের সম্পর্কে তিনি সতর্ক থাকতে জনগণকে উপদেশ দেন। জনাব রাজ্জাক কোনো রাজনৈতিক দলের প্রস্তাবিত ভুখা মিছিল সম্পর্কে বলেন, যারা আজ এসব করে জনগণের বন্ধু সাজার চেষ্টা করছে স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো অবদান নেই। তিনি বলেন, একমাত্র মুজিবাদের মাধ্যমেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন এবং শোষনহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। মুজিববাদ বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলায় আত্মনিয়োগ করার জন্য তিনি জনগণকে আহ্বান জানান।৬৬
রেফারেন্স: ২০ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ