বঙ্গবন্ধু আজ জেনেভা যাচ্ছেন
লন্ডন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যোদ্ধারের জন্য আগামিকাল জেনেভার পথে লন্ডন ত্যাগ করবেন। তার সেখানে একদিনের মতো থাকার কথা রয়েছে। বঙ্গবন্ধুর দিন কর্মব্যস্ততার মধ্যে কেটেছে। তিনি যুক্তরাজ্যের শহরগুলির আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ দেন। বাংলাদেশ মেডিক্যাল সমিতি, বাংলাদেশ মহিলা সমিতি ও বাংলাদেশ ছাত্র সমিতির প্রতিনিধিরাও তার সাথে কথাবার্তা বলেছেন। ইতোমধ্যে বেগম মুজিবও গত শনিবার প্রথম প্রবাসী বাঙালি মহিলাদের সাথে আলাপের সুযোগ পান। এতদিন তিনি অসুস্থ স্বামীর পরিচর্যায় ব্যস্ত ছিলেন। তিনি ঐদিন বাংলাদেশ হাই কমিশনারের পত্নী বেগম কুলসুম সুলতানুর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ২ ঘন্টা কাটান। অন্য এক খবরে বলা হয়, এর আগে মনে করা হয়েছিল শেখ সাহেব যাত্রা স্থগিত রাখবেন। কিন্তু তিনি এখন আগামিকালই জেনেভা রওয়ানা হচ্ছেন। এখনকার ওয়াকিফহাল মহলের কাছে ইতোমধ্যে মুজিবভুট্টো বৈঠকের সম্ভাবনা নিয়ে নেপথ্য প্রয়াসের খবরের সত্যতার স্বীকারোক্তি পাওয়া গেছে। তাদের মতে আসছে মাসে এই বৈঠক বসতে পারে। বাংলাদেশ মহলের মতে শেখ মুজিব স্বয়ং জেনেভায় রাজনৈতিক প্রশ্ন সম্পর্কে একটি বিবৃতি দিতে পারেন। এই মহলটি বাংলাদেশের জাতিসংঘ ভূক্ত সম্পর্কীত সস্তি পরিষদ কমিটির মতামতের অপেক্ষায় আছেন। আগামি কাল এ কমিটির বৈঠক বসবে। এই দিকে বাংলাদেশের সরকারি বক্তব্য হচ্ছে যে, আনুষ্ঠানিক স্বীকৃতির আগে ভুট্টোর সাথে কোনো কথা নয়।৬৭
রেফারেন্স: ২০ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ