উৎপাদন বৃদ্ধি না পেলে বেতন বাড়িয়ে লাভ নেই
ভূমি রাজস্বমন্ত্রী জনাব আব্দুর রব সেরনিয়াবত গত পরশু রোববার এখানে বলেন যে, প্রাথমিক শিক্ষকদের সমস্যা সমাধানের প্রশ্নটি দেশের সামগ্রিক সমস্যা সমাধানের মধ্যে নিহিত রয়েছে। বাখেরগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষক সম্মেলনে ভাষণ দানকালে মন্ত্রী মহোদয় উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সমস্যা আর দেশের সাধারণ সমস্যার মধ্যে একটা যোগসূত্র রয়েছে। শিল্প ও কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি না পেলে বেতন বাড়িয়ে কোনো লাভ হবে না। তিনি সরকারের বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর পরই সরকার বাজেটে যেসব উন্নয়নমূলক স্কীম গ্রহণ করেছে তা সত্যি নজীরবিহীন। ভূমি সংস্কার সম্পর্কে উল্লেখ করে তিনি এ ব্যাপারে সরকারের সাথে পূর্ণ সহযোগীতার আহ্বান জানান।৭১
রেফারেন্স: ২১ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ