পঙ্গু মুক্তিযোদ্ধা ও শহীদের পরিবারের কল্যাণে ফাউন্ডেশন গঠন
রাষ্ট্রপ্রধান বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ (মুক্তিযোদ্ধা) ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করে এক আদেশ জারী করেছেন। স্বাধীনতা সংগ্রামে পঙ্গু মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের লোকজনদের কল্যাণের জন্য এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। উক্ত আদেশ অবিলম্বে কার্যকরী হবে। এক অতিরিক্ত গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশ, ফাউন্ডেশনের প্রধান অফিস ঢাকায় স্থাপিত হবে। ফাউন্ডেশন সরকারের পূর্বানুমতি নিয়ে আঞ্চলিক কিংবা অন্যান্য অফিস অথবা ব্রাঞ্চ ও এজেন্সি খুলতে পারবে। ফাউন্ডেশন পঙ্গু মুক্তিযোদ্ধা ও শহীদদের লোকজনদের নগদ অর্থ সাহায্য বা জিনিসপত্র, রিলিফ ও পুনর্বাসনের ব্যবস্থা করবে। এ ছাড়া তাদের কল্যাণের জন্য সংশ্লিষ্ট প্রকল্প ও পরিকল্পনার উন্নতি বিধান ব্যবস্থা করবে। ক্লিনিক, ডিসপেন্সরী, ট্রেনিং সেন্টার ও হাসপাতাল স্থাপন ও পরিচালনা করা ছাড়াও উক্ত ফাউন্ডেশন উপোরক্ত ব্যক্তিদের বৃত্তি ও ষ্টাইপেন্ড দিতে পারবেন। ফাউন্ডেশন আগ্রহী হলে যে কোনো ট্রাষ্ট, তহবিল পরিচালনার ভার গ্রহণ করতে পারবে। একজন চেয়ারম্যানের নেতৃত্বে একটি ডিরেক্টর বোর্ডের সমন্বয়ে এই ফাউন্ডেশন গঠিত হবে। সরকার কর্তৃক নিযুক্ত চেয়ারম্যান ও ডিরেক্টরবৃন্দ সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে কাজ করবে। চেয়াম্যান ফাউন্ডেশনের কাজের জন্য অফিসার, উপদেষ্টা ও কর্মচারী নিয়োগ করতে পারবেন।৬১
রেফারেন্স: ১৯ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ