You dont have javascript enabled! Please enable it! 1972.08.19 | লিবিয়া ও সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি না দেয়ার জন্য মিসরকে চাপ দিচ্ছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

লিবিয়া ও সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি না দেয়ার জন্য মিসরকে চাপ দিচ্ছে

নয়াদিল্লি। বাংলাদেশকে স্বীকৃতি না দেয়ার জন্য লিবিয়া এবং সৌদি আরব মিসরকে চাপ প্রদান করছে। বলে কায়রো হতে এখানে প্রাপ্ত খবরে পাওয়া গেছে। লিবিয়ার কর্ণেল গাদ্দাফি ও সৌদি আরবের বাদশাহ ফয়সাল পাকিস্তানের সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ। মিসরের ওপর এই দুটি দেশের চাপ প্রয়োগ। কেবল রাজনৈতিক কারণেই যে ফলপ্রসু হচ্ছে তা নয়, মিসর দেশ দুটোর কাছ হতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক সাহায্য পেয়ে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত দূত জনাব ইকবাল আতাহারকে কায়রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে, বাংলাদেশের স্বীকৃতি প্রশ্নটি আর একবার লিবিয়া এবং সৌদি আরবের কাছে উত্থাপন করবেন। বাংলাদেশের জাতিসংঘে সদস্যভুক্তির প্রশ্নে পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব ভুট্টো চীনের ভেটোর জন্যে যে প্রচেষ্টা চালাচ্ছে তা কায়রো খুবই অসন্তোষ প্রকাশ করেছে। সুদানও বাংলাদেশকে স্বীকৃতিদানের প্রশ্নে পাকিস্তানের সাথে বোঝাপড়া করছেন। জনাব ইকবাল আতাহার মিসরে ১০ দিন সফরের পর সুদানী রাজধানী খার্তুমে সংক্ষিপ্ত সফর করেন। তিনি বর্তমানে জেনেভার উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেছে। জেনেভায় তিনি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করে তার সফরের বিস্তারিত বিবরণ প্রকাশ করবেন। সেখান হতে পুনরায় অন্যান্য আরব দেশগুলোর রাজধানীতে সফরে যাবেন।৬২

রেফারেন্স: ১৯ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ