You dont have javascript enabled! Please enable it! 1972.08.16 | বাংলাদেশ টিকে থাকার জন্যই এসেছে- রাষ্ট্রপ্রধান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ টিকে থাকার জন্যই এসেছে- রাষ্ট্রপ্রধান

সুনামগঞ্জ। রাষ্ট্রপ্রধান বিচারপ্রতি জনাব আবু সাঈদ চৌধুরী আজ এখানে বলেন যে, বাংলাদেশ বিশ্বের ইতিহাসে সার্বভৌম রাষ্ট্ররূপে টিকে থাকার জন্যই এসেছে। সুনামগঞ্জ হাই স্কুল ময়দানে সিলেট জেলা রেডক্রস কর্তৃক আয়োজিত এ সম্বর্ধনা সভায় রাষ্ট্র প্রধান বলেন যে, বিশ্বের দরবারে সার্বভৌম রাষ্ট্ররূপে বাংলাদেশ স্বীয় আসন মজবুত করে নিয়েছে এবং কোনো ব্যক্তিই বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে পারবে না। রাষ্ট্রপ্রধান পররাষ্ট্রমন্ত্রীসহ এক দিনের সফরে একটি রুশ হেলিকপ্টার করে এখানে আসেন। পাকিস্তানি ঔপনিবেশিক ধ্বংসলিলায় সেসব সমস্যা সৃষ্টি হয়েছে, তা স্বল্পতম সময়ের সমাধানের জন্য সরকার চেষ্টা করতেছে বলে তিনি উল্লেখ করেন। জাতি গঠনের বিরাট কাজে আন্ত রিকতার সঙ্গে আত্মনিয়োগের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান বক্তৃতা প্রসঙ্গে মুক্তি সংগ্রামে বিলাত প্রবাসী সিলেটিদের গৌরবময় অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, মুক্তি সংগ্রামে তাদের ভূমিকাকে প্রশংসা করার মতো ভাষা তার নেই।৫০

রেফারেন্স: ১৬ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ