You dont have javascript enabled! Please enable it! 1972.08.17 | লন্ডনে বঙ্গবন্ধুর অত্যন্ত কর্মব্যস্ত দিনযাপন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

লন্ডনে বঙ্গবন্ধুর অত্যন্ত কর্মব্যস্ত দিনযাপন

লন্ডন। স্বাস্থ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাত্রার পূর্বে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৩ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ড আরও পরীক্ষা করে দেখবেন। রাণীর সার্জেন স্যার এডওয়ার্ড মুর এই বোর্ডের নেতৃত্ব করবেন বলে আজ এখানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. নুরুল ইসলামের এক হেলথ বুলেটিনে প্রকাশ। সুইজারল্যান্ড যাত্রার পূর্বে বঙ্গবন্ধু এখানে আরও কয়েকজন বৃটিশ মন্ত্রীকে সাক্ষাদানের সম্ভাবনা রয়েছে। আগামি ২১ আগষ্ট বঙ্গবন্ধু জেনেভার উদ্দেশ্যে লন্ডন ত্যাগের সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে সেখানে তিনি ১০ দিন থাকবেন। বর্তমানে শরীর দুর্বল থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাক্ষাৎদান ও জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে আগ্রহের সাথে আলাপ-আলোচনা করেছেন। তিনি অত্যন্ত কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন। গতকাল তার সাথে যারা সাক্ষাৎ করেন, তার মধ্যে রয়েছেন ভারতের পররাষ্ট্র সেক্রেটারি শ্রী টি এ, এন, কাউল, প্রাক্তন মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান, লন্ডনস্থ ভারতীয় হাই কমিশনার শ্রী পন্থা, এ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল এর মহাসচিব মি. মার্টিন এনালস এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ আবদুস সুলতান ডেপুটি হাই কমিশনার জনাব ফারুক চৌধুরী ও অন্যান্য সরকারি কর্মচারীর সাথে সরকারি ব্যাপারে দীর্ঘ আলোচনা করেন। সুইজারল্যান্ডে অবস্থানের শেষদিকে বঙ্গবন্ধু ইউরোপীয় দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎদান করবেন এবং তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।৫৪

রেফারেন্স: ১৭ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ