You dont have javascript enabled! Please enable it! 1972.08.16 | বঙ্গবন্ধুর ঘোষিত চার নীতি বাস্তবায়নে সংকল্প ঘোষণা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর ঘোষিত চার নীতি বাস্তবায়নে সংকল্প ঘোষণা

কুমিল্লা। বুধবার স্থানীয় কলেজ ময়দানে বাংলাদেশ ছাত্রলীগের মতোলব থানা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। কৃষক ও শ্রমিকসহ প্রায় ৫০ হাজার লোক এই অধিবেশনে অংশগ্রহণ করেন। অধিবেশনে প্রধান অতিথির ভাষণে গণপরিষদের সদস্য জনাব গোলাম মোরর্শেদ ফারুকী বঙ্গবন্ধু বিঘোষিত চার নীতির ভিত্তিতে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি তার ভাষণে বলেন, “আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব কিন্তু তা গণতন্ত্রের বিনিময়ে নয়।” তিনি আরও বলেন, আমরা জনগণের বাক-স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারি না-জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারি না। আমরা কোনো বিদেশি ‘ইজমে’র সমর্থক বা অনুসারী নয়, আমাদের নিজস্ব ভিন্ন সত্তা রয়েছে এবং সেটাই হলো মুজিববাদ। পূর্বাহ্নে স্থানীয় গণপরিষদ সদস্য জনাব এ, বি, সিদ্দিকী অধিবেশনের উদ্বোধন করে জাতির জনকের আদর্শ বাস্তবায়িত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগণ বাংলাদেশে মুজিববাদ প্রতিষ্ঠা করবে। মতোলব থানায় ছাত্রলীগের বিদায়ী সভাপতি ও সধারণ সম্পাদকও অধিবেশনে বক্তৃতা করেন। অধিবেশনে জনাব এস, এম, কামরুল হোসেন ফিরোজকে সভাপতি ও জনাব সরোয়ার হোসেন দুলালকে সাধারণ সম্পাদক করে একটি ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়।৫২

রেফারেন্স: ১৬ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ