You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ সহজেই জাতিসংঘের আসন লাভ করবে- মো. আল বাঘী

খার্তুম। সুদানের ভাইস প্রেসিডেন্ট মো. আল বাঘী আশা প্রকাশ করেন যে, কোনোরূপ বিতর্ক এবং জটিলতা ছাড়াই বাংলাদেশ জাতিসংঘের আসন লাভ করবে। আরব সফরত বাংলাদেশের প্রতিনিধিদলকে তিনি আরও জানান যে, শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের সমস্যা সমাধান করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ ইকবাল এখানে প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত একটা বাণী প্রদান করেন। উক্ত বাণী পাঠ করে সুদানের পররাষ্ট্রমন্ত্রী মি. ফারাক উদ্দিন মোঃ জানান যে, শেখ মুজিবুর রহমান ৰাণীতে জানিয়েছেন যে, তার দেশবাসী জাতিসংঘ ও জোটনিরপেক্ষ দেশের নীতি মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ। বাণীতে আরও বলা হয় যে, বাংলাদেশ আরবের ও প্যালেষ্টাইনের দাবি সমর্থন করে এবং সকল দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করতে আগ্রহী।৪৬

রেফারেন্স: ১৫ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!