You dont have javascript enabled! Please enable it!

পল্লী বৈদ্যুতিকীকরণ বোর্ড গঠন করা হবে

বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের মন্ত্রী ড. মফিজ চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় ওয়াপদা ইঞ্জিনিয়ার্স সমিতি কর্তৃক তাকে প্রদত্ত এক সম্বর্ধনা অনুষ্ঠানে ভাষণদানকালে জানান যে, দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করার জন্য নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পল্লী বৈদ্যুতিকীকরণ বোর্ড গঠন করা হচ্ছে। তিনি বলেন, কৃষি ও শিল্প উন্নতি বৃদ্ধি করার জন্য সেঁচ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। ড. চৌধুরী বলেন, দেশের ৬৫ হাজার গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করা বিরাট দায়িত্ব সমাধা করার জন্য ভবিষ্যতে পল্লী বৈদ্যুতিকীকরণ বোর্ডকে একটি পৃথক কর্পোরেশনে উন্নীত করা হবে। দেশের ২ হাজার গভীর নলকুপ, ৪ হাজার অগভীর নলকুপ এবং ১০ হাজার লো-লিট পাম্প বসানো হবে বলে তিনি জানান। মন্ত্রী মহোদয় জানান যে, গ্যাস, কয়লা অথবা আণবিক শক্তির সাহায্যে উৎপাদনের প্রকৃতি নিম্নরূপ ও বিদ্যুতে চাহিদা সম্পর্কে সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শ দানের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠিত হবে।৪৭

রেফারেন্স: ১৫ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!