বন্যা প্রতিরোধে সরকার দৃঢ় সংকল্প- রাষ্ট্রপ্রধান
বেড়া, পাবনা। রাষ্ট্রপ্রধান বিচার প্রতি জনাব আবু সাঈদ চৌধুরী আজ এখানে বলেন যে,সরকার দেশের বন্যা দুর্গতদের যথাসম্ভব বেশী পরিমাণে রিলিফ প্রদান করবেন। রাষ্ট্র প্রধান আজ সকালে পাবনা থেকে দূরে বেড়ায় এক জনসভায় বক্তৃতা করতে ছিলেন। এক সংক্ষিপ্ত ভাষণে তিনি পুনরুল্লেখ করেন যে, সরকার দেশের বন্যা সমস্যা স্থায়ী সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ। রাষ্ট্রপ্রধান সমাজ বিরোধী ব্যক্তিদের প্রতি নজর রাখা এবং তাদের উৎখাতের ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে সাহায্য করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দান এবং দেশের ভবিষ্যৎ দায়িত্বশীল নাগরিক ও নেতা হওয়ার প্রয়োজনীয় গুনাবলী অর্জনে উপদেশ দেন। এখানে অবতরণের পূর্বে রাষ্ট্রপ্রধান হেলিকপ্টার যোগে বেড়ার বন্যা দুর্গত এলাক সমূহ প্ররিদর্শন করেন।
ঢাকা প্রত্যাবর্তন : রাষ্ট্রপ্রধান চৌধুরী রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া ও পাবনায় ৬ দিনের সফর শেষে আজ রবিবার ঢাকায় প্রত্যাবর্তন করেন।৩৭
রেফারেন্স: ১৩ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ