কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্মেলন
গত ১১ আগষ্ট ময়মনসিংহ জেলা ছাত্রলীগের চতুর্থ বার্ষিক সম্মেলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান জনাব আবদুর রাজ্জক এবং প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ। তাছাড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় পরিষদের সভাপতি শেখ শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এম, এ, রশিদও সম্মেলনে যোগদান করেন। প্রধান অতিথির ভাষণে জনাব আবদুর রাজ্জাক বলেন, প্রয়োজন হলে বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, অতিবিপ্লবী মাওবাদীদের নির্মূল করার জন্য অস্ত্র হাতে তুলে নেবে। তিনি মুজিববাদের বিশ্লেষণ করেন বলেন, মুজিববাদ গণতন্ত্রে বিশ্বাসী এবং সম্পদের সুষম বণ্টন চায়। জনাব তোফায়েল আহমেদ শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যমে বাংলার ঘরে ঘরে স্বাধীনতার স্বাদ পৌছে দেয়ার জন্য আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশে অন্তর্ভুক্তির প্রশ্নে তিনি চীনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। শেখ শহীদুল ইসলাম ও এম, এ,রশিদ তাদের বক্তৃতায় মুজিববাদ প্রতিষ্ঠার সগ্রামে দৃপ্ত শপথের কথা ঘোষণা করেন। সম্মেলনে রহমতুল্লাহকে সভাপতি ও মোহাম্মদ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা গঠন করা হয়।৩৬
রেফারেন্স: ১২ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ