ভারত বিরোধী চক্র বাংলাদেশকে বন্ধুহীন করতে চায়
সুনামগঞ্জ। পররাষ্ট্র মন্ত্রী জনাব আবদুস সামাদ জনগণকে ভারতবিরোধী চক্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ভারত বন্ধুত্ব আমাদের কৃষক ও শ্রমিকদের স্বার্থের অনুকূল। মন্ত্রী আজ বাদাঘাটে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। জনাব সামাদ বলেন, যারা ভারতের সঙ্গে বাংলাদেশের ভাল সম্পর্কের বিরোধী, তারা পাকিস্তান বা অন্য কোনো স্বার্থবাদী মহলের দালাল এবং তাদের উদ্দেশ্যে হচ্ছে বাংলাদেশকে তার খাটি বন্ধুদের নিকট হতে বিচ্ছিন্ন করা। তিনি বলেন, বন্যা সমস্যার মতো বিরাট সমস্যা মোকাবিলার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন যে, কার্যকরীভাবে বন্যা সমস্যা সমাধান ব্যতীত দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে না। জনাব সামাদ বলেন যে, যে সমস্ত কারণে ভারতের সঙ্গে মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে, বন্যা নিয়ন্ত্রণের জন্য যৌথ প্রচেষ্ঠা তার মধ্যে অন্যতম।
তিনি বলেন যে, ভারত হতে ছাতকে সিমেন্ট কারখানার জন্য চুনাপাথর আনা যাবে। তিনি আরও বলেন যে, ভারত হতে চুনাপাথর আমদানি করে সুনামগঞ্জ ও চট্টগ্রামে একটি করে সিমেন্ট কারখানা স্থাপন করা যেতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত চারনীতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা প্রসঙ্গে জনাব সামাদ জনগণকে এই চারনীতি অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পাকিস্তান-দখলদারবাহিনীর ব্যাপক ও নৃশংস হত্যাকাণ্ডের এবং তাদের হাতে শিল্প কারখানা, যোগাযোগ পরিবহন এবং ঘরবাড়ি ও সম্পত্তির যে ব্যাপক ধ্বংসসাধিত হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সেকথা উল্লেখ করে বলেন যে, দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকারকে গোড়া হতে সবকিছু গড়ে তুলতে হচ্ছে।”
রেফারেন্স: ১০ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ