You dont have javascript enabled! Please enable it! 1972.08.10 | বঙ্গবন্ধুর বাণী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর বাণী

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের ২৫তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর নিকট প্রেরিত এক বাণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের মূল্যবান সাহায্য ও সহযোগিতার কথা স্মরণ করেন। বঙ্গবন্ধু ভারতের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশ করেন এবং তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বঙ্গবন্ধু তার বাণীতে বলেন, আপনার গতিশীল নেত্রীত্বে ভারত সরকার এবং ভারতের জনগণ আমাদের স্বাধীনতা অর্জনে মূল্যবান সাহায্য ও সমর্থন যুগিয়েছে। চরম পরীক্ষার সময় এই সাহায্য ও সমর্থনের জন্য আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি।৩৩

রেফারেন্স: ১০ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ