অতি বিপ্লবীদের দমন করতে একতাবদ্ধ হউন
সিরাজগঞ্জ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক গত বুধবার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করার পর সিরাজগঞ্জ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক বিরাট জনসভায় বক্তৃতাদানকালে বলেন যে, কিছুসংখ্যক অতিবিপ্লবীরা বঙ্গবন্ধু সরকারকে ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের কানে কুপরামর্শ দিতে চেষ্টা করছে।
জনাব রাজ্জাক জনসাধারণকে এদের ছোবল হতে সতর্ক থাকবার জন্য আহ্বান জানান। শ্রদ্ধা সহকারে বঙ্গবন্ধুর দীর্ঘ ২৪ বছরের ত্যাগ, তিতিক্ষা ও সাড়ে সাত কোটি মানুষের ন্যায্য অধিকারের জন্য সংগ্রামের ইতিহাস তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আওয়ামী লীগের এমনই একটি প্রতিষ্টান, যে প্রতিষ্ঠানের মাধ্যমেও বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ স্বাধীন।
জনাব আবদুর রাজ্জাক বলেন, বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে কিছুসংখ্যক অতিবিপ্লবী আওয়ামী লীগ নেতা ও কর্মীদের হত্যা এবং বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই সমস্ত দুষ্কৃতকারীদের যবনিকার অন্তরাল হতে খুঁজে বের করে সমূলে ধ্বংস করে দেবার জন্য তিনি আওয়ামী লীগ কর্মী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতি আহ্বান জানান।৩২
রেফারেন্স: ৯ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ