জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে বাধাপ্রাপ্ত হবে না
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বলেন, যেসব দেশ এখনও পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, তাদের দ্বারা জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাধাগ্রস্ত হবে না। রবিবার বিপিআই-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জনাব জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অস্তিত্ব দিবালোকের মতোই বাস্তব সত্য। সুতরাং যেসব দেশ এখনও পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, অচিরেই তারা স্বীকৃতি দেবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে বাংলাদেশের সদস্যপদের আবেদনপত্র সকল সদস্য দেশই সমর্থন করবে বলে তিনি দৃঢ় আস্থা পোষণ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী নন বা তিনি আর দেশে ফিরবেন না, এ ধরনের গুজব নিতান্তই ভিত্তিহীন এবং প্রতিক্রিয়াশীল চক্র দেশে এই সমস্ত অপপ্রচারণা চালাচ্ছে। জাতির জনকের আশু রোগমুক্তি ও নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করতে তিনি সকলের প্রতি আবেদন জানান। জনাব জিল্লুর রহমান বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী বামপন্থী দলগুলি নিয়ে যুক্তফ্রন্ট গঠনের কথা ঘোষণা করেছেন অথচ তার সমর্থকদের মধ্যেই ঐক্য নেই। সুতরাং প্রগতিশীল দলগুলি নিয়ে কীভাবে তিনি যুক্তফ্রন্ট গঠন করবেন তা দুর্বোধ্য।২০
রেফারেন্স: ৬ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ