বাংলাদেশ-রুমানিয়া বিনিময় বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত
পণ্য বিনিময়ের জন্য বাংলাদেশ ও রুমানিয়া গত শুক্রবার তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে। ১৯৭৩ সনের ৩০ জুন এর প্রাথমিক পর্যায় শেষ হবে। এই সময় উভয় পক্ষ ৩ কোটি ৬৫ লক্ষ টাকা (১৯ লক্ষ ২৫ হাজার পাউন্ড-ষ্টার্লিং) মূল্যের পণ্য বিনিময় করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি জনাব ইনাম আহম্মদ চৌধুরী এবং রুমানিয়ার বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর মি. কর্ণেলিউ ব্লাড তাদের নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ কাঁচা পাট, পাটের বস্তা, অন্যান্য দ্রব্য যেমন দিয়াশলাই, রেয়ন সুতা, সেলোপেন, ছাপার ও লেখার কাগজ, সুতার তোয়ালে প্রভৃতি রপ্তানি করবে। বিনিময়ে বাংলাদেশ রুমানিয়া হতে বৈদ্যুতিক ট্রান্সফরমার সাব ষ্টেশন সরঞ্জাম, কন্ডাক্টর, পাওয়ার জেনারেটিং সেট, পোলস, টাওয়ার, মোটারিং প্যানেল, ডিজেল জেনারেটিং সেট প্রভৃতি বৈদ্যুতিক সরঞ্জাম, এম্বুলেন্স, টিপিং ট্রাক, ইসুলেটেড ডেলিভারী ভ্যান ও অন্যান্য যন্ত্রপাতি এবং খুচরা যন্ত্রাংশ, যন্ত্র ও কারখানা সরঞ্জাম যেমন কাষ্ঠ খোদাই যন্ত্রপাতি, এলুমিনিয়াম ইনগোট, রড এবং পিচ্ছিল ও চর্বিজাতীয় খনিজ তৈল আমদানি করবে।১৫
রেফারেন্স: ৫ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ