৬ দফা দাবী পূরণ না হলে পূর্ববাংলার জনগণের বাঁচবার কোনাে পথ নাই
আজ ২২ তারিখ আওয়ামী লীগ নেতৃবৃন্দ নবাবজাদা নসরুল্লাহ খা, মালিক গােলাম জিলানী, গােলাম মহম্মদ খান লুখাের, মালিক সরফরাজ ও জনাব আকতার আহম্মদ খান পশ্চিম পাকিস্তান থেকে এবং আবদুস সালাম খান, জহিরুদ্দিন, মশিয়ুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, এম, এ আজিজ, আবুল হােসেন এবং আরাে অনেকে জেলগেটে কোর্টে আমার সাথে দেখা করতে আসে। যশাের থেকে আবদুর রশিদ, খুলনা থেকে আবদুল মােমেন এসেছিল। অনেক আলাপ হলাে। যুক্তফ্রন্ট করা যায় কিনা? নিম্নতম কর্মসূচীর ভিত্তিতে যুক্তফ্রন্ট করার আপত্তি অনেকেরই নাই, তবে ৬ দফা দাবি ছাড়তে কেহই রাজি নয়। এটা। আওয়ামী লীগের কর্মসূচী হলেও জনগণ সমর্থন দিয়েছে, প্রাণ দিয়েছে, জেল খাটছে। এই দাবী পূরণ না হলে পূর্ববাংলার জনগণের বাঁচবার কোনাে পথ নাই। আমি আমার মতামত দেই নাই কারণ ওয়ার্কিং কমিটির সদস্যরা নিজেরাই আলােচনা করে তাদের পথ ঠিক করুক। আমি আমার মত চাপাইয়া দিতে যাবাে কেন? আমি বন্দি। বাইরের অবস্থা তারাই ভাল জানে। তবে ৬ দফা দাবি দরকার হলে একলাই করে যাবাে।
Reference: কারাগারের রােজনামচা ১২-১৬ এপ্রিল ১৯৬৭