৬-দফা কর্মসূচী সম্পর্কে বিস্তারিতভাবে আলােচনা এবং উহাকে মুক্তি সনদ’ হিসাবে উল্লেখ
গত সােমবার জনাব হাফেজ মােহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা সিটি আওয়ামী লীগ কার্যনির্বাহক পরিষদের সভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ ও ইত্তেফাক সম্পাদক জনাব তফাজ্জল হােসেনসহ সকল রাজবন্দীর মুক্তি, আটক নেতৃবৃন্দের পরিবারবর্গের সাক্ষাৎ এর সুবিধার্থে নিজ নিজ জেলায় স্থানান্তর, ইত্তেফাকের ছাপাখানা বাজেয়াপ্তির আদেশ প্রত্যাহারের দাবী জানানাে হয়। ইহাছাড়া সভায় বর্তমান খাদ্য পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করিয়া রেশনে চাউলের পরিমাণ হ্রাসের নিন্দা এবং ২০ টাকা মণ-দরে চাউল ও ১০ টাকা মণদরে গম সরবরাহের দাবী জানানাে হয়। সভায় আগামী ১৭ই মার্চ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবরের জন্ম দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিভিন্ন বক্তা ৬-দফা কর্মসূচী সম্পর্কে বিস্তারিতভাবে আলােচনা করেন এবং উহাকে মুক্তি সনদ’ হিসাবে উল্লেখ করেন। বক্তাগণ বলেন যে, ৬-দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।
Reference: সংবাদ, ১৫ মার্চ ১৯৬৭।